ঢাকা , রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

মাগুরায় গণকমিটির ১১ দফা দাবির বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত

মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বৃহস্পতিবার ৪ মে ২০২৩ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গণকমিটির সদস্য হাকীম বাশারুল হায়দার বাচ্চু।

বক্তাগণ বলেন, মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ  চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততার কারণে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হন এবং অপচিকিৎসার শিকার হন। আর সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এই জেলার মানুষের চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়ে যায় এবং অধিকাংশ দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী চিকিৎসা আমাদের মৌলিক অধিকার।

এ টি এম আনিসুর রহমান মহব্বত আরও বলেন কিছু দিন পূর্বে মাগুরা জেলায় সিনিয়র  সাংবাদিক, কলামিস্ট, লেখক ও নাট্যকার  রুস্তম মল্লিক এর উপর অর্তকিত সন্ত্রাসী কিশোর গ্যাং হামলার সাথে জড়িত পর্দ্দার আড়ালের ইন্দনদাতাদের অতি দ্রুত আইনের আওতায় বিচার করার জোর দাবি জানান। তিনি বলেন একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হত্যার উদ্দেশ্য আক্রমণ করা মাগুরা জেলার জন্য একটা নেক্কারজনক ও লজ্জাজনক ঘটনা।

সমাবেশ থেকে নিম্নলিখিত ১১ দফা দাবি জানান হয়।

১। মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে ।
২। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
৩। মাগুরা জেলায় ডাক্তারদের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে ।
৪। অবৈধ ক্লিনিক বন্ধ করতে হবে।
৫। সরকারি হাসপাতালে জরুরী মেডিকেল টেস্ট নিশ্চিত করতে হবে ।
৬। সরকারি হাসপাতালের সকল শূণ্যপদে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে।
৭। সরকারি হাসপাতালে সকল ধরনের জরুরী ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে ।
৮। সকল ধরনের অপরেশন সরকারি হাসপাতালে নিশ্চিত করতে হবে।
৯। সরকারি হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।
১০। রোগীদের খাবারের মান উন্নত করতে হবে।
১১। সরকারি হাসপাতালে সকল ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রোহিঙ্গা পরিস্থিতিঃ রাখাইনে রোহিঙ্গাদের গ্রহনযোগ্যতা ও আরাকান আর্মি

error: Content is protected !!

মাগুরায় গণকমিটির ১১ দফা দাবির বাস্তবায়নে সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩

মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করা ও সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করাসহ ১১ দফা দাবিতে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বৃহস্পতিবার ৪ মে ২০২৩ সকাল ১১টায় চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলী এবং সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। বক্তব্য প্রদান করেন, গণকমিটির যুগ্ম আহ্বায়ক এটিএম আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গণকমিটির সদস্য হাকীম বাশারুল হায়দার বাচ্চু।

বক্তাগণ বলেন, মাগুরা জেলায় চিকিৎসা ক্ষেত্রে চরম নৈরাজ্য চলছে। সরকারি হাসপাতালে চিকিৎসা অপর্যাপ্ত। ডাক্তার, নার্স, মেডিকেল টেকনিশিয়ানসহ রয়েছে লোকবল সংকট। ওষুধ, টেস্ট, অপারেশনসহ বেশিরভাগ  চিকিৎসা সেবা হাসপাতালের বাইরে থেকে নিতে হয়। উপজেলা পর্যায়েও সেভাবে কোন চিকিৎসা সেবা পাওয়া যায় না। কমিউনিটি ক্লিনিক আছে কিন্তু সেখানে কোন ডাক্তার থাকেন না, প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। অন্যদিকে ব্যাঙের ছাতার মতো অবৈধ ক্লিনিক গজিয়ে উঠেছে।

সরকারি হাসপাতালে চিকিৎসা সেবার অপর্যাপ্ততার কারণে রোগীরা এসব ক্লিনিকে যেতে একভাবে বাধ্য হন এবং অপচিকিৎসার শিকার হন। আর সরকারি হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা সেবা না থাকায় এই জেলার মানুষের চিকিৎসা ব্যয় অনেক বেশি হয়ে যায় এবং অধিকাংশ দরিদ্র মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হন। অথচ বাংলাদেশের সংবিধান অনুযায়ী চিকিৎসা আমাদের মৌলিক অধিকার।

এ টি এম আনিসুর রহমান মহব্বত আরও বলেন কিছু দিন পূর্বে মাগুরা জেলায় সিনিয়র  সাংবাদিক, কলামিস্ট, লেখক ও নাট্যকার  রুস্তম মল্লিক এর উপর অর্তকিত সন্ত্রাসী কিশোর গ্যাং হামলার সাথে জড়িত পর্দ্দার আড়ালের ইন্দনদাতাদের অতি দ্রুত আইনের আওতায় বিচার করার জোর দাবি জানান। তিনি বলেন একজন সিনিয়র সাংবাদিককে এভাবে হত্যার উদ্দেশ্য আক্রমণ করা মাগুরা জেলার জন্য একটা নেক্কারজনক ও লজ্জাজনক ঘটনা।

সমাবেশ থেকে নিম্নলিখিত ১১ দফা দাবি জানান হয়।

১। মাগুরা জেলায় স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা দূর করতে হবে ।
২। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে।
৩। মাগুরা জেলায় ডাক্তারদের ফি সর্বোচ্চ ৩০০ টাকা নির্ধারণ করতে হবে ।
৪। অবৈধ ক্লিনিক বন্ধ করতে হবে।
৫। সরকারি হাসপাতালে জরুরী মেডিকেল টেস্ট নিশ্চিত করতে হবে ।
৬। সরকারি হাসপাতালের সকল শূণ্যপদে ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ দিতে হবে।
৭। সরকারি হাসপাতালে সকল ধরনের জরুরী ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে ।
৮। সকল ধরনের অপরেশন সরকারি হাসপাতালে নিশ্চিত করতে হবে।
৯। সরকারি হাসপাতালে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করতে হবে ।
১০। রোগীদের খাবারের মান উন্নত করতে হবে।
১১। সরকারি হাসপাতালে সকল ধরনের দুর্নীতি বন্ধ করতে হবে।