ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময় Logo কুষ্টিয়ায় হত্যাসহ দেশব্যাপী চাঁদাবাজি ও সন্ত্রাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল Logo ডিভোর্সী নারীকে বিয়ে নিয়ে দ্বন্দ্বঃ যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত Logo পাংশায় যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র-গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী বাবুল সরদার গ্রেফতার Logo শালিখায় বি.এন.পি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo মহম্মদপুরে শিক্ষক প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত Logo বাগাতিপাড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ছাত্রশিবিরের সংবর্ধনা Logo UK parliamentarians engage in dialogue for a truth and reconciliation for Bangladesh’s future Logo শান্তিতে নোবেলজয়ীর ব্যর্থতায় দেশে সহিংসতা বাড়ছেঃ -মোমিন মেহেদী Logo এসএসসি ফলাফলে খুশি নয় অভিভাবক ও শিক্ষার্থীরা
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

একটি বাঁধ; যেটি পৃথিবীর আহ্নিক গতি কমিয়ে দিয়েছে

চীনের তৈরি থ্রি গোর্জ ড্যাম, এই সেই বাঁধ যেটি পৃথিবীর আহ্নিক গতি প্রায় ৬০ মাইক্রোসেকেন্ড কমিয়ে দিয়েছে। পার্বত্য উপত্যকায় তৈরি এই বাঁধের উচ্চতা প্রায় ১৮৫ মিটার।
আর জলতলের উচ্চতা ১৭৫ মিটার। তবে শুধু বাঁধ স্থাপন করলেই তো হয় না! দরকার হয় বিশাল জলাধারের। কিন্তু সংকীর্ণ গিরিসংকটের মধ্যে তেমন ব্যবস্থা কোথায়? ফলত, কৃত্রিম জলাধার তৈরির পন্থাকেই বেছে নিয়েছিলেন চীনের প্রযুক্তিবিদরা।
৬৬০ কিলোমিটার দীর্ঘ, ১.২ কিলোমিটার সেই চওড়া সেই জলাধারের ধারণ ক্ষমতা ৩৯.৩ ঘন কিলোমটার। আর এই পরিমাণ জলের ভার প্রায় ৪২০০ কোটি টন। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এই বিপুল পরিমাণ
ভরের সংরক্ষণই দায়ী পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত করার জন্য। পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী, ঘূর্ণায়মান কোনো পদার্থের দূরত্ব তার অক্ষ থেকে যত বেশি হবে বাড়বে তার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারসিয়া। সেই ঘটনাই ঘটে চলেছে থ্রি গোর্জেস ড্যামের ক্ষেত্রে।
সংরক্ষিত এই জলাধারের কারণে বদলে যাচ্ছে পৃথিবীর জড়তা ভ্রামক। তার ফলে কমছে কৌণিক গতি। বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য। আর সেই দৈনিক পরিবর্তনের পরিমাণ ০.০৬ মাইক্রোসেকেন্ড। তবে শুধু দিনের দৈর্ঘ্যই নয়, এই ড্যামের কারণে পৃথিবীর মেরুর অবস্থানও সরে গেছে ০.৮ ইঞ্চি। লন্ডন, কান, অক্সফোর্ড সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও নাসার খ্যাতনামা পদার্থবিদদের পৃথক পৃথক গবেষণায় উঠে এসেছে একই তথ্য। যদিও এই পরিবর্তন সামান্যই।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শ্রমিক অধিকার, নিরাপত্তা ও প্রশিক্ষণ বিষয়ক মতবিনিময়

error: Content is protected !!

একটি বাঁধ; যেটি পৃথিবীর আহ্নিক গতি কমিয়ে দিয়েছে

আপডেট টাইম : ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩
এস. এম. ইশতিয়াক আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিভাগ :
চীনের তৈরি থ্রি গোর্জ ড্যাম, এই সেই বাঁধ যেটি পৃথিবীর আহ্নিক গতি প্রায় ৬০ মাইক্রোসেকেন্ড কমিয়ে দিয়েছে। পার্বত্য উপত্যকায় তৈরি এই বাঁধের উচ্চতা প্রায় ১৮৫ মিটার।
আর জলতলের উচ্চতা ১৭৫ মিটার। তবে শুধু বাঁধ স্থাপন করলেই তো হয় না! দরকার হয় বিশাল জলাধারের। কিন্তু সংকীর্ণ গিরিসংকটের মধ্যে তেমন ব্যবস্থা কোথায়? ফলত, কৃত্রিম জলাধার তৈরির পন্থাকেই বেছে নিয়েছিলেন চীনের প্রযুক্তিবিদরা।
৬৬০ কিলোমিটার দীর্ঘ, ১.২ কিলোমিটার সেই চওড়া সেই জলাধারের ধারণ ক্ষমতা ৩৯.৩ ঘন কিলোমটার। আর এই পরিমাণ জলের ভার প্রায় ৪২০০ কোটি টন। সমুদ্রপৃষ্ঠ থেকে এত উচ্চতায় এই বিপুল পরিমাণ
ভরের সংরক্ষণই দায়ী পৃথিবীর ভারসাম্য বিঘ্নিত করার জন্য। পদার্থবিদ্যার সূত্র অনুযায়ী, ঘূর্ণায়মান কোনো পদার্থের দূরত্ব তার অক্ষ থেকে যত বেশি হবে বাড়বে তার জড়তা ভ্রামক বা মোমেন্ট অফ ইনারসিয়া। সেই ঘটনাই ঘটে চলেছে থ্রি গোর্জেস ড্যামের ক্ষেত্রে।
সংরক্ষিত এই জলাধারের কারণে বদলে যাচ্ছে পৃথিবীর জড়তা ভ্রামক। তার ফলে কমছে কৌণিক গতি। বেড়ে যাচ্ছে দিনের দৈর্ঘ্য। আর সেই দৈনিক পরিবর্তনের পরিমাণ ০.০৬ মাইক্রোসেকেন্ড। তবে শুধু দিনের দৈর্ঘ্যই নয়, এই ড্যামের কারণে পৃথিবীর মেরুর অবস্থানও সরে গেছে ০.৮ ইঞ্চি। লন্ডন, কান, অক্সফোর্ড সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও নাসার খ্যাতনামা পদার্থবিদদের পৃথক পৃথক গবেষণায় উঠে এসেছে একই তথ্য। যদিও এই পরিবর্তন সামান্যই।

প্রিন্ট