কুষ্টিয়ার খোকসায় ২৮২তম স্কাউট লিডার বেসিক কোর্স ও ৪৩২ তম কাবস্কাউট বেসিক কোর্স এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
রবিবার রাতে খোকসা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে ৪ দিন বেসিক ব্যাপী কোর্সের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ। অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা নির্বাচন রিপন বিশ্বাস।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনাথী তাদের বিভিন্ন পারফরম্যান্স উপস্থাপন করেন। সমাপনী অনুষ্ঠানে ৪০ জন স্কাউট লিডার ও ৪০ জন কাবস্কাউট এর মাঝে সনদপত্রের বিতরণ করা হয়। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের খোকসা উপজেলা শাখার সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিল্লু, সাবেক সাধারণ সম্পাদক ও উডবেজার আয়েন উদ্দিন প্রমুখ।
প্রিন্ট