কুষ্টিয়ার খোকসায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী উপলক্ষে খোকসা উপজেলা প্রশাসন ও খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টার এর যৌথ উদ্যোগে আমবাড়িয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় একটি বিশেষ ফ্রি মেডিকেল ডায়াবেটিস নির্ণয় ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকমাল হোসেন মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের কেন্দ্রীয় চিফ কোর্ডিনেটর ডা.লিয়া খাতুন, মুক্তিযুদ্ধের সাবেক কমান্ডার ফজলুল হক, ডা. আহসান হাবীব, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ার হোসেন, বিশিষ্ট সমাজসেবক আরিফুল আলম তসর প্রমুখ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের অন্যতম পৃষ্ঠপোষক আহসানুল হক নবাব। খোকসা রুরাল হেলথ কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের আয়োজনে দেড় শতাধিক সাধারন মানুষকে ফ্রি ডায়াবেটিস নির্ণয় ও মেডিকেল চিকিৎসা প্রদান করা হয়।
প্রিন্ট