কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আল্ হেরা মডেল একাডেমি ও এ. বি. এল ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের সরকারি বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
শনিবার (১৮মার্চ) সকালে আল্ হেরা মডেল একাডেমির মিলনায়তনে সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল্ হেরা মডেল একাডেমির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আল্হাজ্ব শামিমুল ইসলাম ছানা, উপজেলা শিক্ষা অফিসার আহসান আরা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরুল আমিন, ভেড়ামারা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র এ্যাডঃ আব্দুল মান্নাফ, ভেড়ামারা সরকারি মহিলা কলেজ অধ্যাপক মোঃ আরশেদ আলী।
আল্ হেরা মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক লেখক ও গবেষক মোঃ হাসানুজ্জামান খসরু স্বাগত বক্তব্য রাখেন। এ সময় প্রতিষ্ঠানটির প্রাক্তন শিক্ষার্থী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল্ হেরা মডেল একাডেমির মোট ১৪ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করেন এবং শুভেচ্ছা স্বরূপ ফুলের মালা পরিয়ে বরণ করে নেই অতিথিবৃন্দ।
প্রিন্ট