কুষ্টিয়ার খোকসায় ১২ নং চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় চত্বরে ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও খোকসা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনা বেগম,ওসি (তদন্ত) মামুনুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সৈয়দ নাজনিন আলম।
এছাড়াও অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, উপজেলা বিআরডিবি কর্মকর্তা ইয়ারুল ইসলাম, উপজেলা আমার বাড়ি আমার খামার ব্যবস্থাপক সেলিম আহমেদ, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার বিল্লাল হোসেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জয় কুমার বিশ্বাস, নাসরিন সুলতানা, মাহমুদা আরজু, রিপা সুলতান, মোঃ সাইফুল্লাহ আল ফারুক, জোবায়দা আবেদন প্রমুখ।
অনুষ্ঠান শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে সালমা খানম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবক, সুধী,সাংবাদিক ও ছাত্র-ছাত্রী্রা। উল্লেখ্য চকহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবারের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় ও ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের অবদান রেখেছেন।
বক্তাগণ লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ অবদান রাখা স্কুলের শিক্ষক ও পরিচালনা কমিটির ধন্যবাদ জানান। প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।

প্রিন্ট