ঢাকা , শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন

যেমন রাজা, তেমন শাহজাদা!

লড়াই হবে হাড্ডাহাড্ডি বলে সূধিজনদের অভিমত

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় একজনসহ তিন প্রার্থী। চট্টগ্রামে কর্ণফুলীর তীর ঘেঁষা উপজেলা বোয়ালখালী। ১৯৮৩ সালে ঘোষিত এই উপজেলাটি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে পরিপূর্ণ। শহরতলীর কাছে হওয়ায় ভৌগলিকগত ভাবেই এই উপজেলা গুরুত্বপূর্ণ। ১৩৭ দশমিক ২৭ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলাটিতে বর্তমানে নির্বাচনী আমেজ তুঙ্গে। মঙ্গলবার রাতে শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। বৃহস্প্রতিবার ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানানো হয় ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। এজন্য ৭৭৭টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এসে গেছে।

উপজেলায় চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় করছেন রেজাউল করিম রাজা (নৌকা), এসএম মিজানুর রহমান শাহজাদা মিজান (আনারস) ও আয়েশা ফারজানা (দোয়াত কলম)।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম প্রকাশ রাজা মিয়ার সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মিজানুর রহমান প্রকাশ শাহজাদার প্রতিদ্বন্দ্বিতা হবে। রেজাউল করিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহজাদা মিজান উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।

একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩৪টি গ্রাম নিয়ে গঠিত বোয়ালখালী উপজেলা। কর্ণফুলী নদীর তীর ও পাহাড় ঘেঁষা শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজার বাড়ি। কালুরঘাট সেতু পার হলেই পৌরসদরের কধুরখীলে বাড়ি মিজানুর রহমান শাহজাদা মিজানের। দুই প্রার্থীর বাড়ি দুই ইউনিয়নে হলেও সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী হওয়ায় রাজা মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ। এতদিন দ্বিধাবিভক্ত থাকা আওয়ামী লীগের দুটি অংশই রাজা মিয়ার পক্ষে মাঠে নেমেছে।তবে মিজানের পক্ষেও গোপনে একটি পক্ষ কাজ করছে বলে গুঞ্জন আছে। যদিও পক্ষটিকে প্রকাশ্যে মিজানের হয়ে প্রচারণায় দেখা যায়নি।

আবার রাজা মিয়ার পক্ষে যেসব নেতা মাঠে আছেন তাদের বেশিরভাগই চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অতীত রাজনীতির গ্রুপিংয়ের প্রভাব ভোটে পড়লে হিসেব পাল্টে যেতে পারে। এখন শাহজাদা মিজানকে নিয়েই রাজা মিয়ার যত টেনশন। নির্বাচনের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বোয়ালখালী আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী বলেন, আমাদের দলীয় প্রার্থী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী পরিবেশও সুষ্ঠ আছে।সকল স্তরের নেতাকর্মী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আছে। আমরা বিদ্রোহী প্রার্থীকে বারবার সরে দাঁড়াতে অনুরোধ করেছি। যদিও আমরা তাকে নিয়ে কোনো টেনশন করছি না।

তিনি বলেন বিদ্রোহ প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে গত ৯ মার্চ উপজেলা আওয়ামীলিগের পদ থেকে জেলা কমিটির সিদ্বান্তে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তার সাথে প্রচারণায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখছি না। এরপরেও কেউ গোপনে আঁতাত করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এদের বিরুদ্বে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে ।

উল্লেখ্য, বোয়ালখালী উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌর ৮৬টি ভোটকেন্দ্রের ৫১৮টি কক্ষে এক লক্ষ ৯১ হাজার ৭২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ৫৭৫ জন ও মহিলা ভোটার ৯১ হাজার ১৫৩ জন। গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান নূরুল আলমের মৃত্যুতে শূন্যপদে এই উপনির্বাচন হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাগাতিপাড়ায় ভাইস চেয়ারম্যান পদে দোয়া প্রার্থী মোঃ সেলিম রেজা

error: Content is protected !!

বোয়ালখালী উপজেলা পরিষদ উপ-নির্বাচন

যেমন রাজা, তেমন শাহজাদা!

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় একজনসহ তিন প্রার্থী। চট্টগ্রামে কর্ণফুলীর তীর ঘেঁষা উপজেলা বোয়ালখালী। ১৯৮৩ সালে ঘোষিত এই উপজেলাটি শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্যে পরিপূর্ণ। শহরতলীর কাছে হওয়ায় ভৌগলিকগত ভাবেই এই উপজেলা গুরুত্বপূর্ণ। ১৩৭ দশমিক ২৭ বর্গ কিলোমিটার আয়তনের উপজেলাটিতে বর্তমানে নির্বাচনী আমেজ তুঙ্গে। মঙ্গলবার রাতে শেষ হচ্ছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। বৃহস্প্রতিবার ১৬ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নির্বাচন কর্মকর্তা সুত্রে জানানো হয় ভোট গ্রহণের সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। উপজেলার ৮৬টি কেন্দ্রের ৫১৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। এজন্য ৭৭৭টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এসে গেছে।

উপজেলায় চেয়ারম্যান পদে এই উপ-নির্বাচন প্রতিদ্বন্দ্বিতায় করছেন রেজাউল করিম রাজা (নৌকা), এসএম মিজানুর রহমান শাহজাদা মিজান (আনারস) ও আয়েশা ফারজানা (দোয়াত কলম)।

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম প্রকাশ রাজা মিয়ার সাথে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এসএম মিজানুর রহমান প্রকাশ শাহজাদার প্রতিদ্বন্দ্বিতা হবে। রেজাউল করিম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শাহজাদা মিজান উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক।

একটি পৌরসভা ও ৯টি ইউনিয়নের ৩৪টি গ্রাম নিয়ে গঠিত বোয়ালখালী উপজেলা। কর্ণফুলী নদীর তীর ও পাহাড় ঘেঁষা শ্রীপুর-খরনদ্বীপ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজার বাড়ি। কালুরঘাট সেতু পার হলেই পৌরসদরের কধুরখীলে বাড়ি মিজানুর রহমান শাহজাদা মিজানের। দুই প্রার্থীর বাড়ি দুই ইউনিয়নে হলেও সুবিধাজনক অবস্থানে আছেন আওয়ামীলীগের দলীয় প্রার্থী হওয়ায় রাজা মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ আছে আওয়ামী লীগ। এতদিন দ্বিধাবিভক্ত থাকা আওয়ামী লীগের দুটি অংশই রাজা মিয়ার পক্ষে মাঠে নেমেছে।তবে মিজানের পক্ষেও গোপনে একটি পক্ষ কাজ করছে বলে গুঞ্জন আছে। যদিও পক্ষটিকে প্রকাশ্যে মিজানের হয়ে প্রচারণায় দেখা যায়নি।

আবার রাজা মিয়ার পক্ষে যেসব নেতা মাঠে আছেন তাদের বেশিরভাগই চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। অতীত রাজনীতির গ্রুপিংয়ের প্রভাব ভোটে পড়লে হিসেব পাল্টে যেতে পারে। এখন শাহজাদা মিজানকে নিয়েই রাজা মিয়ার যত টেনশন। নির্বাচনের বিষয়ে জানতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিমের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও বোয়ালখালী আওয়ামী লীগের সভাপতি মো. নুরুল আমিন চৌধুরী বলেন, আমাদের দলীয় প্রার্থী ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। নির্বাচনী পরিবেশও সুষ্ঠ আছে।সকল স্তরের নেতাকর্মী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ আছে। আমরা বিদ্রোহী প্রার্থীকে বারবার সরে দাঁড়াতে অনুরোধ করেছি। যদিও আমরা তাকে নিয়ে কোনো টেনশন করছি না।

তিনি বলেন বিদ্রোহ প্রার্থীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয়েছে গত ৯ মার্চ উপজেলা আওয়ামীলিগের পদ থেকে জেলা কমিটির সিদ্বান্তে তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তার সাথে প্রচারণায় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখছি না। এরপরেও কেউ গোপনে আঁতাত করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলে এদের বিরুদ্বে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে ।

উল্লেখ্য, বোয়ালখালী উপজেলায় ১০টি ইউনিয়ন ও ১টি পৌর ৮৬টি ভোটকেন্দ্রের ৫১৮টি কক্ষে এক লক্ষ ৯১ হাজার ৭২৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে পুরুষ ভোটার এক লক্ষ ৫৭৫ জন ও মহিলা ভোটার ৯১ হাজার ১৫৩ জন। গত বছরের ২০ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান নূরুল আলমের মৃত্যুতে শূন্যপদে এই উপনির্বাচন হচ্ছে।