কুষ্টিয়ার খোকসায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে খোকসা উপজেলা প্রশাসন ও কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিনব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার রোধে করণীয় শীর্ষক কর্মশালা অফিসার্স ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ।
কুষ্টিয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কামরুজ্জামান সোহেল,থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মামুনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফজলুল হক।
উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস তার বক্তব্য বলেন মাদককে সহনীয় পর্যায়ে আনার লক্ষে প্রতিটা পরিবারের সদস্যদেরকে মাদক বিরোধী কর্মকাণ্ড এগিয়ে আসতে হবে। তিনি বলেন মাদক মুক্ত সমাজ গড়তে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। সভা-সেমিনারে মাদকের কুফল সম্পর্কে সর্বস্তরের জনগণের মাধ্যমে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। সেই সাথে মাদকবিরোধী কর্মকাণ্ডে জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফুল আলম তসর ও সাংবাদিক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রিন্ট