ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি ২০২২-২৩ এর আওতায় নড়াইল ক্রীড়া অফিস আয়োজিত সদর উপজেলায় মাসব্যপি ফুটবল প্রশিক্ষনের সমাপনি ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুড়িরডোব মাঠে ক্রীড়া অফিস আয়োজনে ক্রীড়া অফিস অফিসার মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন নড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক কৃষ্ণপদ দাস,কোষাধাক্ষ আব্দুর রশিদ মন্নু,যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম শান্ত.৬নং ওয়ার্ড কাউন্সেলর শরফুল আলম লিটু, মোঃ রজিবুল ইসলাম, সাগর খাঁন, রবিউল ইসলাম, বিজয় বিহারী ঘোষ,বিদ্যুৎ বিহারী নাগ প্রমূখ।
বক্তারা বলেন, এ প্রশিক্ষন থেকে নড়াইলে আরো ভালো ফুটবল খেলোয়াড় বের হয়ে আসবে। সবশেষে মাসব্যাপি প্রশিক্ষনের ৫০ জন ফুটবলারদের সনদ ও জর্সি প্রদান করা হয়।
প্রিন্ট