কুষ্টিয়ার খোকসায় ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রিড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার খোকসা জানিপুর সরকার মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির শীতকালীন ৫১ তম ক্রীড়া প্রতিযোগিতার ৪৮ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল হক, থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ আশিকুর রহমান।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাবুল আখতার বলেন, লেখাপড়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে তোমরাই হবে আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারী ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা সহকারী মাধ্যমে শিক্ষা অফিসার মুস্তাফিজুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ক্রিড়া শিক্ষক ও অভিভাবক ছাত্র-ছাত্রীবিন্দু।
দুই দিনব্যাপী শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় দুই শতাধিক ক্রীড়ামোদী শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বাবুল আখতার, পুরস্কার পেয়ে আনন্দে উচ্ছ্বসিত ছাত্র ছাত্রীবৃন্দ।
প্রিন্ট