ফরিদপুর বিভাগীয় গণঅবস্হান কর্মসূচী হতে রাজবাড়ী জেলার বিএনপির ০৪ নেতাকর্মী গ্রেফতার হয়েছে।আজ বেলা ১২ ঘটিকায় ফরিদপুরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে থেকে বিএনপির ফরিদপুর বিভাগীয় গণঅবস্হান কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে অংশ নেওয়া রাজবাড়ী বিএনপি ও অঙ্গসংগঠনের চার জন নেতাকর্মীকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
আটককৃত নেতাকর্মীরা হচ্ছেন শাহিনুর রহমান শাহীন (সদস্য সচিব, জেলা ছত্রদল) মাহাবুব চৌধুরী দুলাল (আহবায়ক, রাজবাড়ী পৌর বিএনপি), কামরুল (আহবায়ক, গোয়ালন্দ পৌর যুবদল), শাহীন (যুগ্ন আহবায়ক,চন্দনী ইউনিয়ন) বিএনপি।
প্রিন্ট