কুষ্টিয়ার মিরপুরে গোরস্থান মাঠ থেকে জসিম উদ্দিন নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালের দিকে মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউপির বহলবাড়ীয়া গ্রামের গোরস্থান মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ওসি রাশেদ হাসান। নিহত জসিম উদ্দিন মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউপির বহলবাড়ীয়া গ্রামের সরল কবিরাজের ছেলে। তিনি একজন ভ্যানচালক ছিলেন। তিনি তিন ছেলেমেয়ের বাবা।
জানা গেছে, বুধবার সকালে বহলবাড়ীয়া গোরস্থান মাঠে কৃষকরা জসিম উদ্দিনের মরদেহ দেখতে পায়। এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠান।
মিরপুর থানার ওসি রাশেদ হাসান বলেন, ভ্যানচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে তার গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। এছাড়াও তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায় নি। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
প্রিন্ট