“মানুষ মানুষের জন্য’ এই ব্রতকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস খোকসা আশ্রয়ন প্রকল্প সহ বিভিন্ন জায়গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
মঙ্গলবার সন্ধ্যা উপজেলা প্রশাসনের উদ্যোগে খোকসা উপজেলার হেলিপ্যাড আশ্রয়ন প্রকল্পের ৩৮ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময প্রকল্পের প্রতিটি পরিবারের মাঝে একটি করে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস ও তার সহধর্মিনী। উপজেলা নির্বাহী অফিসার প্রতিটা পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবন মান ও বিভিন্ন বিষয় খোঁজ খবর নেন।
|
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সাদাত রত্ন, খোকশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রমুখ। আশ্রম প্রকল্প ছাড়াও উপজেলার বিভিন্ন ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস।