মোল্লা জসিমউদ্দিনঃ
পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা সংলগ্ন লালডাঙ্গা মাঠে মৈত্রী কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ টি হয়। ফুটবল খেলা দেখতে এলাকাবাসীরা ভীড় জমান মাঠে।
–
গত শনিবার দুই দিনের ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেছিলেন মঙ্গলকোট থানার আইসি শ্রী মধুসূদন ঘোষ মহাশয়।
–
আট দলীয় খেলায় শনিবার চারটি দল জিতেছিল।এদিন ফাইনাল ম্যাচ টি হয় মুসৌরি আদিবাসী সংঘ ও কৃষ্ণপুর একাদশের মধ্যে। কৃষ্ণপুর একাদশ জয়ী হয় ১-০ গোলে। এদিন খেলার মাঠে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমা পুলিশ অফিসার শ্রী কাশীনাথ মিস্ত্রি , স্থানীয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী, আইসি শ্রী মধুসূদন ঘোষ, কৈচর পুলিশ ফাঁড়ির আইসি মৃদূল ঘোষ,ক্রীড়া উদ্যোগী সম্রাট মুন্সি প্রমুখ।
–
“পুলিশের সাথে এলাকাবাসীর জনসংযোগ আরও দৃঢ় করতে এই ধরনের উদ্যোগ” বলে জানিয়েছেন আইসি মধুসূদন ঘোষ মহাশয়। অপরদিকে স্থানীয় জনপ্রিয় বিধায়ক শ্রী অপূর্ব চৌধুরী বলেন -” থানা ভিক্তিক এই ধরনের প্রতিযোগিতায় সম্ভাবণাময় ফুটবলারদের সন্ধান মিলবে বলে আশাবাদী “।
প্রিন্ট