রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের মধুখালীতে লিফলেট বিতরণ করা হয়েছে।
–
সোমবার (৩০ জুন) বিকেলে ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম এর পক্ষ থেকে মধুখালী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপজেলার রেলগেট মধুবন মার্কেট ও মধুখালী বাজারে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
–
এসময় বিএনপির নেতাকর্মী বলেন, ১৭ বছরের আন্দোলনের ধারাবাহিকতায় রাষ্ট্র মেরামতের লক্ষ্যে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট জনমানুষের কাছে পৌঁছে দিচ্ছি। যাতে সবাই এ সকল দফা সম্পর্কে জানতে পারেন।
–
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলার সাবেক বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা, ফরিদপুর জেলা যুবদলের সহ -সভাপতি আব্দুল আলীম মানিক, উপজেলা কৃষকদলের আহব্বায়ক মেহেদী হাসান মুন্নু পৌর কৃষকদলের আহব্বায়ক নুরনবী মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব তরিকুল ইসলাম ইনামুল, উপজেলা কৃষকদলের সদস্য সচিব তানভীর আহম্মেদ শিমুল উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, প্রমূখ।
প্রিন্ট