শীতকে সামনে রেখে একের পর এক লেপ তোষকের বানিয়ে রেখেছিলেন দোকানীরা আধুনিকতার কারণে তাতে বিভিন্ন রকম ডিজাইনও দিচ্ছেন তারা ।
তবে কাঙ্খিত বেচাকেনা হওয়ার কারণে অনেকেই হতাশ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষের হাতে টাকা না থাকা সর্বোপরি মহামারি করানোর পর বিপর্যয় চলছে তাদের মধ্যে ।
এ ব্যাপারে কথা হয় রাজু বেডিং স্টলের মালিক রাজুর সাথে এক সংক্ষিপ্ত আলোচনা তিনি জানান এ বছর বেচাকেনা অন্য অত্যন্ত কম । গত বছর শীতে যে পরিমাণ বেচাকেনা হয় এবছর তার দশ ভাগের এক ভাগও হয়নি। তবে আশাবাদী আর কয়েকদিন পর হতেই হয়তো বেচাকেনা ভালো হবে।
শহরের বিভিন্ন স্থানে সরেজমিন কালে পরিদর্শন দেখা গেছে যে, সমস্ত দোকানে লেপ তোষক বিক্রি হতো তা এখনো একই রকম ভাবে তা বিক্রি হচ্ছে। নতুন করে বিক্রি বাড়েনি। এছাড়া শিত উপলক্ষে লেপ তোষকের চাহিদা অনেক কম।
তা সত্ত্বেও নতুন কিছু আকর্ষণীয় লেপ তোষক বানিয়ে রাখা হলেও ক্রেতা না থাকার কারণে তারা বিক্রি করতে পারছেন না । তবে এই সমস্যা তাড়াতাড়ি মিটে যাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।
প্রিন্ট