ফরিদপুর জেলা স্কুলে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের উপস্থিতিতে জেলা পুলিশ, ফরিদপুর কর্তৃক আয়োজিত সচেতনতামূলক সেমিনারে সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতমূলক ধারণা দেন ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), জনাব সুমন রঞ্জন সরকার।
আজ সকালে এ অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ । উক্ত সেমিনারে সাইবার ক্রাইম কি ও ধরণ, সাইবার ক্রাইম থেকে প্রতিরোধ পাবার উপায়, সাইবার ক্রাইমের শিকার হলে কিভাবে প্রতিকার পাওয়া যাবে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে বাংলাদেশ পুলিশের গৃহীত কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও সেমিনারে কিশোর গ্যাং, মোবাইলে আসক্তি, মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ ও আত্মহত্যার ভয়াবহতা ও তা প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়। পশাপাশি উন্নত জীবন গড়ে তোলার জন্য আদর্শ নাগরিক হিসাবে কিভাবে সমাজ পরিবর্তন করা যায়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরোজা বানুর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনায় আরও উপস্থিত ছিলেন এসআই রাহুল অনিক, সাংবাদিকবৃন্দ, এবং উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।
প্রিন্ট