ঢাকা , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ভোটারশূন্য

প্রয়াত সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বেশ কয়েকটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শতাধিক ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। প্রথমবার ইভিএমে ভোট হলেও ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রের পরিবেশও বেশ ভালো। এখানে কোনো ধরণের সমস্যা নেই।

এ নির্বাচনে নৌকার বিপক্ষে লড়ছেন বটগাছ। নৌকা নিয়ে লড়ছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী লাবু আর বটগাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এরমধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭। আজ এসব ভোটাররা মোট ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এ নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহস্রাধিক পুলিশ ছাড়াও আনসার এবং মোবাইল টিম মাঠে কাজ করছেন। এক হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ২০২২ সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে আজ ০৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ভোটারশূন্য

আপডেট টাইম : ০১:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২

প্রয়াত সাজেদা চৌধুরীর ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। বেশ কয়েকটি কেন্দ্রে সকাল ৮টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শতাধিক ভোটার তাদের ভোট প্রয়োগ করেছেন। প্রথমবার ইভিএমে ভোট হলেও ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হচ্ছে না। কেন্দ্রের পরিবেশও বেশ ভালো। এখানে কোনো ধরণের সমস্যা নেই।

এ নির্বাচনে নৌকার বিপক্ষে লড়ছেন বটগাছ। নৌকা নিয়ে লড়ছেন প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী লাবু আর বটগাছ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

জেলা নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছে ৩ লাখ ১৮ হাজার ৪৭২ জন। এরমধ্যে নগরকান্দা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথা উপজেলায় ১ লাখ ৩২ হাজার ৪৬০ ও সদরপুরের কৃঞ্চপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭। আজ এসব ভোটাররা মোট ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

এ নির্বাচনে ১২৩টি ভোট কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় র‍্যাবের ১০টি টিম, ৬ প্লাটুন বিজিবি, বেশকিছু স্ট্রাইকিং ফোর্স, তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহস্রাধিক পুলিশ ছাড়াও আনসার এবং মোবাইল টিম মাঠে কাজ করছেন। এক হাজার ৫২টি সিসি ক্যামেরায় নির্বাচন পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশন (ইসি)।

প্রসঙ্গত, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গত ১১ সেপ্টেম্বর ২০২২ সংসদীয় এই আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ২৬ সেপ্টেম্বর তফসিল ঘোষণা করে আজ ০৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।