ফরিদপুরে শুরু হয়েছে শীতের পোশাক বেচাকেনা। ইতোমধ্যেই বিভিন্ন ধরনের পোশাক বাজারে আসছে এবং আরো আসবে বলে দোকানিরা জানান।
এ ব্যাপারে ফরিদপুর শহরের মহাখালী মোড় সংলগ্ন এলাকায় পার্শ্ববর্তী ফুটপাতের বিভিন্ন দোকানে খোঁজ নিয়ে জানা গেছে এখানে শীতের জামা-কাপড় বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।
সর্বনিম ৫০ টাকা থেকে ৭০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিক্রি করতে দেখা যায়। তবে জ্যাকেটের দাম একটু বেশি বলে দোকানীরা জানান। এব্যাপারে বেশ কয়েকজন দোকানীর সাথে আলোচনা করে জানা গেছে , শীত আসা মাত্রই তাদের পোশাকে থাকবে নতুনত্ব এবং এবছর ফুটপাতে নকশী কাঁথা ও কম্বল বিক্রি হতে দেখা গেছে। সাইজ ককার ভেদে প্রত্যেকটা নকশি কাঁথা ও কম্বল বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১০০০ টাকার মধ্যে।
দোকানীরা আশা করছেন শীত মৌসুম কে কেন্দ্র করে তাদের ব্যবসা জমে উঠবে। এবং সব ধরনের মানুষ যাতে অল্প পয়সায় জিনিসগুলো কিনতে পারে সেদিকে লক্ষ্য রাখা হবে।
আর বর্তমানে শীতের জন্য শিশুদের পোশাক বিক্রি হচ্ছে বেশি বলেও তারা জানান।
প্রিন্ট