ফরিদপুর,শহর ছাত্রলীগের উদ্যোগে আলোচিত সবুজ হত্যা মামলা হতে জেলা ছাত্রলীগের সভাপতির নাম প্রত্যাহার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পর্যন্ত ফরিদপুর শহরের কোটপাড়ে আইনজীবী ভবনের সামনে ফরিদপুর জেলা,শহর ও সদর ছাত্রলীগের উদ্যোগে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাহিম আহমেদের সভাপতিত্বে আলোচিত সবুজ হত্যার মামলা থেকে ছাত্রলীগ সভাপতি তানজিমুল রশিদ চৌধুরী রিয়ানের নামে মামলা প্রত্যাহারের দাবিতে একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত সরকার অর্ক, সদর থানা ছাত্র লীগের সভাপতি সোহানুর রহমান, সহ-সভাপতি সাব্বির হোসেন সহ অন্যান্যরা এ সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আজ একই সময় সবুজ হত্যা মামলা প্রধান আসামি ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিমুল রশীদ চৌধুরী রিয়ান ফরিদপুর আদালতে পুনরায় জামিন নেওয়ার জন্য হাজির হলে বিজ্ঞ আদালত আগামী ২৬/১০/২০২২ তারিখে শোনানীর দিন ধার্য করেন । এর পূর্বে গত ১০-১০ -২০২২ তারিখে ছাত্রলীগ সভাপতি রিয়ান আদালতে জামিন নিতে গেলে তাকে ০৩ দিনের এবং ১৩/১০/২০২২ তারিখে জামিন নিতে গেলে আজ পযন্ত ১২ দিনের সাময়িক জামিন দেয়।
প্রিন্ট