ফরিদপুরের চরভদ্রাসনে ‘মা’ ইলিশ শিকারের দায়ে দুই অবৈধ মাছ শিকারীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। শনিবার সকাল সারে ছয়টা হতে সকাল সারে ৮টা পর্যন্ত এ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা।
উপজেলা মৎস কর্মকর্তা মাহমুদুল হাসান(অ:দা:) জানান মা ইলিশ সংরক্ষণ অভিজানের অংশ হিসেবে শনিবার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিজান পরিচালনা করা হয়।এ সময় অবৈধ ভাবে ডিমওয়ালা ইলিশ শিকারের দায়ে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের ঝন্টু খালশীর পুত্র শয়ন খালশী(১৯) ও ঢাকা জেলার দোহার উপজেলার আব্দুল মান্নানের পুত্র রুহুল আমীন(৩৬) কে আটক করে গোপালপুর ঘাট এলাকায় নিয়ে আশা হয়। এ সময় তাদের কাছ হতে তিনটি অবৈধ কারেন্ট জাল ও একটি ডিমওয়ালা ইলিশ জব্দ করা হয়। এ সময় রুহুলকে সাত দিন ও শয়ন খালশীকে পনের দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যান আদালত। পরে জব্দকৃত জাল আগুনে পুরিয়ে ধ্বংশ করা হয় এবং মাছটি একজন দুস্থের মাঝে বিতরন করা হয়।
|
প্রিন্ট