ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া গ্রামে সুপারি পাড়তে গিয়ে গাছ ভেঙে নিচে পড়ে মোঃ সিরাজ সিকদার নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন সরেজমিনে ঘটনা স্থান পরিদর্শন করেন।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সিরাজ সিকদার গাছে ওঠায় পারদর্শী ছিলেন। নিজেদের বাগানের নারিকেল সুপারি পাড়াসহ এলাকায় অন্যদের গাছে উঠেও কাজ করে দিতেন তিনি অর্থের বিনিময়ে। সকালে বাগানে সুপারি পাড়তে উঠলে নামার সময় গাছের মাঝখান থেকে ভেঙে নিচে পড়ে যান তিনি।
প্রতিবেশীরা দেখেন গাছ আঁকড়ে ধরে পড়ে আছেন মাটিতে।পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, প্রাথমিক ভাবে সিরাজ সিকদার গাছ থেকেই পড়েই মারা গেছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত ঘটনার কোনও অভিযোগ আসেনি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রিন্ট