কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ডিবি পুলিশের পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে মঞ্জুর আলম সোহান (২৭) ও সোহান মন্ডল (২৮) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সকালে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া মঞ্জুর আলম সোহান ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া মন্ডলপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও সোহান মন্ডল কোদালিয়া পাড়া গ্রামের শাহজাহান মন্ডলের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযুক্ত দুইজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে সাতবাড়িয়া গ্রামের মাঠপাড়ার জনৈক পিয়ার আলীর পুত্র মোমিনের কাছে ২০ হাজার টাকা দাবি করে। অন্যথায় মাদক ব্যবসায়ী হিসেবে আটক করবে বলে হুমকি দেন।
এই সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা ভেড়ামারা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দানকারী দুই যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে বলে জানান পুলিশ।
প্রিন্ট