দৃষ্টি জয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদা ছড়ি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২২ উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
শনিবার ১৫ অক্টোবর বেলা ১০.৩০ টার সময় জেলা প্রশাসক মাগুরার সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র ও স্বেচ্ছাসেবী সংগঠন, মাগুরা এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সভাপতি উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ আশাদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরা মোঃ জাহিদুল আলম। বিশ্ব সাদাছড়ি দিবস উদযাপন র্যালি ও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ডঃ আশরাফুল আলম। এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান, মাগুরা জেলা ইতিহাসবিদ ডাঃ কাজী তাসুকুজ্জামান সহ জেলা প্রশাসন, সমাজসেবা ও প্রতিবন্ধী কার্যালয়ের কর্মকর্তা, কর্মচারি ও গণ্যমান্য ব্যক্তিগণ।
অনুষ্ঠান সভায় অতিরিক্ত জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ বলেন, সাদাছড়ি দিবস উদযাপন বলতে, মানব সমাজের শান্তির প্রতীক কে বুঝায়। আর প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তারাও দেশের মানব সম্পদ তাই আমাদের সকলের উচিৎ এই অবহেলিত মানুষের পাশে সবসময় সাহায্য ও সহযোগিতার হাত বাড়ানো। বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে অতিথিগণ প্রতিবন্ধীদের মাঝে উন্নতমানের হুইল চেয়ার ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিদেশি সাদা ছড়ি উপহার বিতরণ করেন।
প্রতিবন্ধী সেবা ও সাহায্যে কেন্দ্র, মাগুরা এর কার্যক্রম সমূহ হলো-ফিজিওথেরাপি চিকিৎসা সেবা, অকুপেশনাল থেরাপী, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপী, মোবাইল থেরাপী ভ্যান সার্ভিস, অটিজম কর্নার সুবিধা, কাউন্সিলিং, সহায়ক উপকরণ বিতরণ এবং প্রশিক্ষণ সুবিধা সমূহ। প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা মোঃ বাবলুর রহমান বলেন, ১৯২১ সালে জেমস বিগস নামে একজন ফটোগ্রাফার দুর্ঘটনার কারণে দৃষ্টি শক্তি হারান। এরপর ১৯৩১ সালে একটি রেডিও অনুষ্ঠানে দৃষ্টি প্রতিবন্ধীদের সাদা ছড়ি ব্যবহারের জন্য আহবান জানানো হয়।
১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি লিন্ডন জনসন ১৫ অক্টোবর সাদা ছড়ি নিরাপত্তা দিবস হিসেবে পালন করার ঘোষণা দেন। দৃষ্টিহীন মানুষের অধিকার আদায়ের যাত্রা শুরু ১৯২১ সালে, যা ১৯৭৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
১৯৯৬ সাল থেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছর রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন সংস্থা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ দিবসটি পালন করে। লায়নস ইন্টারন্যাশনালের হিসাবমতে, বিশ্বে ২৮ কোটি ৫০ লাখ মানুষ পুরোপুরি ও আংশিকভাবে চোখে দেখে না। এসব দৃষ্টিপ্রতিবন্ধী মানুষ চলাচলের জন্য হাতে সাদা ছড়ি ব্যবহার করে থাকে, যাতে যারা চোখে দেখে তারা যাতে তাদের চলাচলে সহযোগিতা করে।
প্রিন্ট