‘দুনিয়ার মজদুর এক হও, বাংলার মেহনতি মানুষ এক হও’ এই স্লোগানের মধ্য দিয়ে বৃষ্টি উপেক্ষা করে ফরিদপুরের বোয়ালমারীতে শ্রমিকলীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
উপজেলা ও পৌর শ্রমিকলীগের আয়োজনে বুধবার (১২ অক্টোবর) বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি র্যালী পৌর শহরের ডাকবাংলো থেকে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ে এসে শেষ হয়।
পরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুল, পৌর মেয়র সেলিম রেজা লিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাহাদুল আকতার তপন, বাংলাদেশ আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম আহবায়ক আছাদুজ্জামান পরশ, শ্রমিকলীগ নেতা মো. কবিরুল ইসলাম, মো. বিল্লাল হোসেন, মো. আরিফুজ্জামান আরিফ, বাবুল মোল্যা, কালাম বিশ্বাস, আফজাল হোসেন, সবুর শেখ, সেলিম শেখ প্রমুখ।
প্রিন্ট