রাশিদুল ইসলাম রাশেদঃ
সারাদেশে বৈশাখী উৎসব ভাতা ছাড়াই প্রায় পৌনে ৪ লাখ বেসরকারি স্কুল ও কলেজের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীকে বাংলা বর্ষ বরণ ও বৈশাখী উৎসব পালন করতে হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেসরকারি স্কুল ও কলেজের এমপিও ভুক্ত শিক্ষক – কর্মচারীরা।
.
নাম প্রকাশে অনিচ্ছুক নাটোরের লালপুর উপজেলার একটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ বলেন, শিক্ষক কর্মচারীদের বেতন ভাতার ভোগান্তি দূর করতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি)’তে বেতন ভাতা দেয়া শুরু হয়েছে। কিন্তু ভোগান্তি দূর করতে গিয়ে অজানা কারণে উল্টো ভোগান্তি বেড়েছে। বৈশাখী উৎসব ভাতা ছাড়াই বাংলা নববর্ষ ও বৈশাখ পালন করলাম। উৎসবের পরে উৎসব ভাতা পেয়ে কি হবে? এর আগে ঈদুল ফিতরের সময় ফেব্রুয়ারি মাসের বেতন ও ঈদ বোনাস পেতে দেরি হওয়ায় শেষ পর্যন্ত ছুটির দিনে ব্যাংক খোলা রাখতে হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ব্যাংক থেকে বেশিরভাগ শিক্ষক-কর্মচারীরা বেতন ভাতা তুলতে পারেননি। যে কাজটা ২/১ দিন পরে হয়, সেটা ইচ্ছা থাকলে দু একদিন আগেও করা যায়।
.
নাটোরের একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, বেসরকারি মানে বে-ওয়ারিশ। বাংলাদেশের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের প্রায় ৯৬℅ শিক্ষার্থীর পড়াশোনা হয় বেসরকারি স্কুল ও কলেজে। অথচ আমরা যতসামান্য বেতন পাই। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা পাই অতি নগণ্য। সেটাও আবার সময় মত পাচ্ছি না। বেসরকারি শিক্ষকদের এই কষ্ট দেখার কেউ নেই। শিক্ষকদের ভাগ্যের উন্নতি না হলে টেকসই উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।
.
মাউশির ইএমআইএস সূত্রে জানা যায়, ৩ লাখ ৭৬ হাজার ৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে কলেজে ৮৬ হাজার ৭৭৯ জন এবং স্কুলের আছেন ২ লাখ ৮৯ হাজার ৩১২ জন। বৈশাখী ভাতার ৩ লাখ ৭৫ হাজার ৫১৪ জনের মধ্যে কলেজের ৮৬ হাজার ৬২১ জন ও স্কুলের ২ লাখ ৮৮ হাজার ৮৯৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তারা কেউই এখনো মার্চ মাসের বেতন ও বৈশাখী উৎসব ভাতা পাননি।
.
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (রাজশাহী) সহকারী পরিচালক (মাধ্যমিক) মোহাঃ আব্দুর রহিম ও সহকারী প্রোগ্রামার মাসুদ রানা কোন মন্তব্য না করে পরিচালকের সাথে কথা বলার জন্য বলেন। পরিচালক মোহাঃ আছাদুজ্জামানের মুঠোফোনটি বন্ধ থাকায় এবং উপপরিচালক ড. মোঃ আলমগীর কবির ফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
.
জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটি’র মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার সরকারি অংশ রাষ্ট্রীয় কোষাগার থেকে রাষ্ট্রায়ত্ত ৮টি ব্যাংকের মাধ্যমে এনালগ পদ্ধতিতে ছাড় হতো। সে অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষক কর্মচারীদের এমপিওর বেতন ভাতা ইএফটি’তে দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়।
প্রিন্ট