আলিফ হোসেনঃ
রাজশাহীর তানোর পৌর এলাকার মাসিন্দা মৌজায় অবস্থিত মেসার্স আল-মদিনা সীড কোল্ড স্টোরে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। এখানে কর্ম করে হতদরিদ্র অনেক দিনমজুর এখন স্বাবলম্বী হয়েছে, পাশাপাশি কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখছে।
।
জানা গেছে, আমাদের দেশ কৃষিভিত্তিক। এখনো দেশের সিংহভাগ মানুষ কৃষির ওপর নির্ভরশীল। সে কারণে দেশে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলা দরকার। বর্তমানে কৃষিশিল্পের মূল্য সংযোজন খুবই কম। কথা হচ্ছে, কাল্পনিক এবং অবাস্তব দৃষ্টিভঙ্গি নিয়ে কলকারখানা স্থাপন করলে শেষ পর্যন্ত সেসব কলকারখানা অচল হয়ে পড়বে। আমাদের আছে পর্যাপ্ত দক্ষ ও অদক্ষ জনশক্তি এবং প্রচুর পরিমাণে কৃষিজ কাঁচামাল। তাই আমাদের শিল্প কারখানা হতে হবে কৃষিভিত্তিক এবং দেশের জলবায়ু ও জনশক্তির উপযোগী।
.
বৃহদায়তন ও ক্ষুদ্র কুটির শিল্প, উভয় প্রকার শিল্পই পরিকল্পনায় থাকতে হবে। কারণ, আমাদের শিল্পোন্নয়নের উদ্দেশ্য হবে একাধারে রাষ্ট্রের অর্থনৈতিক বনিয়াদ সুদৃঢ়, বেকার সমস্যা দূর করা ও দেশীয় কাঁচামাল শিল্পে ব্যবহার করা। তাহলে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি পণ্যর নায্যেমুল্য পাবে।
.
জানা গেছে, তানোর উপজেলার আলু চাষিদের দুঃখ-কষ্টের গল্প শোনে এখানে কোল্ড স্টোর নির্মাণের স্বপ্ন দেখেন। রাজশাহীর দাশপুকুর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মাহামুদুল হাসান।বিগত ২০১৭ সালে তিনি কোল্ড স্টোর নির্মাণ করেন এবং পরের বছর আলু সংরক্ষণ উদ্বোধন করেন। কোল্ড স্টোরের ধারণ ক্ষমতা প্রায় এক লাখ ৮০ হাজার ব্যাগ। এখানে স্থায়ী কর্মকর্তা-কর্মচারী রয়েছেন ২১ জন এবং অস্থায়ী শ্রমিক রয়েছে প্রায় দেড়শ” জন। আল-মদিনা সীড কোল্ড স্টোর নির্মাণের পর থেকেই নামের সঙ্গে তাল মিলিয়ে কৃষকদের সেবা দিয়ে আসছে।
.
এদিকে যেখানে অধিকাংশক্ষেত্রে বিভিন্ন কোল্ড স্টোরে আলু রাখার পর ওজনে কম, পচে নষ্ট, বুকিং নিয়ে প্রতারণা, ভাড়া নিয়ে দন্দ, আলু সংরক্ষণের সময় নানা অজুহাতে টাকা আদায়, কৃষকদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের অসৌজন্যমূলক আচরণ ইত্যাদি অভিযোগ অহরহ শোনা যায়। যেখানে আল-মদিনা সীড স্টোর নির্মাণের পর থেকে এখানো সুনামের সঙ্গে ব্যবসা করে যাচ্ছে। তাদের প্রতি এলাকার আলু চাষিদের আস্থা ও বিশ্বাস প্রতিনিয়ত বাড়ছে।
.
এবিষয়ে জানতে চাইলে আল-মদিনা সীড কোল্ড স্টোরের ব্যবস্থাপক (ম্যানেজার) মাহাবুবুর রহমান বলেন, মালিক পক্ষের কঠোর নির্দেশনা রয়েছে কৃষকেরা যেনো কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হয়। তারা কৃষকদের ভালবাসা নিয়ে ব্যবসা করতে চান,কারণ কৃষকেরাই কোল্ড স্টোরের প্রাণ। তিনি বলেন, আল-মদিনা সীড কোল্ড স্টোর নির্মানের ফলে এলাকার বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে,পাশাপাশি কৃষিক্ষেত্রে বড় ভুমিকা রাখছে।#
প্রিন্ট