গোমস্তাপুরে গরুভর্তি ভটভটির ধাক্কায় আফজাল হোসেন (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে রহনপুর-ভোলাহাট সড়কের বোয়ালিয়া ভূমি অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাঞ্চনতলা গ্রামের মদলিস আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বোয়ালিয়া কাউন্সিল দোকান থেকে বাইসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন আফজাল। এ সময় ভূমি অফিসের সামনে পৌঁছালে একটি একটি গরুভর্তি ভটভটি তাকে ধাক্কা দিলে গুরুত্বর আহন হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার ওসি আলমাস আলী সরকার বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রিন্ট