মাগুরার শালিখা উপজেলা নারী উন্নয়ন ফোরামের প্রথম মিটিং ও আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার ১১ অক্টোবর সকাল ১০ টার সময় শালিখা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের অফিস কক্ষে মিটিং অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সভাপতি শালিখা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসনে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন। এছাড়াও শালিখা উপজেলার ৭ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার সদস্য গণ উপস্থিত ছিলেন।
এ সময় মিটিং এ উপস্থিত ছিলেন, নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি, ধনেশ্বরগাতি ইউনিয়ন পরিষদের মেম্বার ভগবত্বী বিশ্বাস, সাধারণ সম্পাদক শংকরী রানী রায়, কোষাধ্যক্ষ শালিখা ইউনিয়ন আসমা খাতুন, সদস্য শতখালী ইউনিয়ন পরিষদ মেম্বার কোকিলা খাতুন, সদস্য গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের মেম্বার শাহিদা বেগম, বুনাগাতী ইউনিয়ন পরিষদের মেম্বার প্রভাতী বিশ্বাস, আড়পাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার সুরতী বেগম ও তালখড়ী ইউনিয়ন পরিষদের মেম্বার সোনিয়া পারভীন।
প্রধান অতিথি চেয়ারম্যান এ্যাডভোকেট কামাল হোসেন বলেন, নারীরা সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের চালিকা শক্তি। সভাপতি ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার শাবানা বলেন, শালিখা উপজেলার সমস্ত সরকারি ও বেসরকারি উন্নয়ন কাজে শালিখা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্যরা সর্বদাই একনিষ্ঠ চিত্তে কাজ করে যাবে।
প্রিন্ট