শহরের ময়রা পট্টিতে একাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।
এতে আনুমানিক প্রায় ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত ১৯ শে সেপ্টেম্বর রাত অনুমান ০৩:১০ মিনিটে ফরিদপুর শহরস্থ চকবাজার ময়রা পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় কোতয়ালী থানাধীন চকবাজার ময়রা পট্টিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উক্ত অগ্নিকান্ডে ০১। চিন্ময় ঘোষ, পিতা মৃত সুনীল ঘোষ, সাং ঝিলটুলী, থানা-কোতয়ালী, জেলা
-ফরিদপুর, বৈশাখী পেইন্টস ও হার্ডওয়ার এর দোকান, ০২ আব্দুল হালিম, পিতা-আব্দুল মজিদ, সাং-লাহেরীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরেআলামিন হার্ডওয়ার নামক টিনের দোকান, ০৩। স্বপন দে, পিতা-রেবুতি দে, সাং-শিংপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর চিটাগাং বেকারি এবং বিকাশ এর দোকান, ০৪। বিকাশ বিশ্বাস, পিতা-বীরেন বিশ্বাস, সাং-ব্রাহ্মনকান্দা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর তেল ও হলুদ মিল পুড়ে যায়। সংবাদ পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রিন্ট