আজকের তারিখ : জুলাই ১৩, ২০২৫, ৮:১২ এ.এম || প্রকাশকাল : সেপ্টেম্বর ১৯, ২০২২, ১:৩০ পি.এম
শহরের ময়রাপট্টিতে একাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড প্রায় ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শহরের ময়রা পট্টিতে একাধিক দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে।
এতে আনুমানিক প্রায় ৭৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
গত ১৯ শে সেপ্টেম্বর রাত অনুমান ০৩:১০ মিনিটে ফরিদপুর শহরস্থ চকবাজার ময়রা পট্টিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার সংক্ষিপ্ত বিবরনে জানা যায় কোতয়ালী থানাধীন চকবাজার ময়রা পট্টিতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
উক্ত অগ্নিকান্ডে ০১। চিন্ময় ঘোষ, পিতা মৃত সুনীল ঘোষ, সাং ঝিলটুলী, থানা-কোতয়ালী, জেলা
-ফরিদপুর, বৈশাখী পেইন্টস ও হার্ডওয়ার এর দোকান, ০২ আব্দুল হালিম, পিতা-আব্দুল মজিদ, সাং-লাহেরীপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরেআলামিন হার্ডওয়ার নামক টিনের দোকান, ০৩। স্বপন দে, পিতা-রেবুতি দে, সাং-শিংপাড়া, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর চিটাগাং বেকারি এবং বিকাশ এর দোকান, ০৪। বিকাশ বিশ্বাস, পিতা-বীরেন বিশ্বাস, সাং-ব্রাহ্মনকান্দা, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর এর তেল ও হলুদ মিল পুড়ে যায়। সংবাদ পেয়ে ফরিদপুর ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক ও প্রকাশকঃ এ. এস.এম
মুরসিদ (লিটু সিকদার)। মোবাইল: 01728 311111
ঢাকা অফিসঃ হোল্ডিং-১৩, লাইন-৬, রোড- ১২, ব্লক-বি, মিরপুর-১১, ঢাকা-১২১৬।
ফরিদপুর অফিসঃ মুজিব সড়ক, ফরিদপুর। মোবাইলঃ ০১৭১১ ৯৩৯৪৪৫
Copyright © August 2020-2025 @ Daily Somoyer Protyasha