ফরিদপুরের সালথায় মামা বাড়ি বেড়াতে এসে চার বছর বয়সের আবরার নামের এক শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দোহারগট্টি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আবরার ওই গ্রামের মাহফুজুল হকের নাতী। শিশু আবরার লালমনিরহাট জেলার হাতিবান্ধা সদরের রুস্তম খন্দকারের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টার পর থেকে হাঠাৎ নিখোঁজ ছিল আবরার। পরিবারের লোকেরা বেশ কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে।
এক পর্যায়ে সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়। ফায়ার সার্ভিসের ইনচার্জ রাজ্জাক হোসেনসহ তারটিম এসে শিশুটিকে উদ্ধার করে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।zi
প্রিন্ট