ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত ।
আজ দুপুর দেড়টায় নগরকান্দা উপজেলা পেট্রোল পাম্প মোড় এলাকায় নগরকান্দা উপজেলা বিএনপি উদ্যোগে উক্ত সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল এর সভাপতিত্বে জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু,নগরকান্দা উপজেলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এ্যাড হাবিবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সহ অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য সরকারের নিকট দাবি জানান। তারা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানান।
প্রিন্ট