শেখ জামাল স্টেডিয়াম অনুষ্ঠিত ফরিদপুর পৌরসভা দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে টুর্নামেন্টে প্রথমবার জয়লাভ পেয়েছে এফসি বাড়ি ফুটবল একাদশ।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা প্রতিপক্ষ বাখুন্ডা সুজন সংঘ কে ২ -০ গোলে পরাজিত করে।
এর আগে দিনের প্রথম খেলায় পদ্মার পাড় একাদশ ৫-১ গলে কবিরপুর স্পোটিং ক্লাব কে পরাজিত করে।
দিনের দ্বিতীয় খেলায় এফসি বাড়ি একাদশের পক্ষে একটি করে গোল করেন রবিন ও নিলয়। গুরুত্বপূর্ণ এই খেলাটি পরিচালনা করেন তোফাজ্জেল হোসেন মোঃ সোহাগ, বাবু ও আশুতোষ গুহ।
প্রিন্ট