‘নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। রবিবার (২৪ জুলাই) বিকেলে পাবনার চাটমোহরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতীয় মৎস্য সপ্তাহের। এ উপলক্ষে বের হয় র্যালী। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম।
স্বাগত বক্তব্য দেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজিত কুমার মুন্সী। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ, মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,নিমাইচড়া ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, খামার ব্যবস্থাপক মোঃ আঃ খালেক, মৎস্যচাষি মোঃ মকবুল হোসেন, মোঃ হোসেন আলী প্রমূখ।
এদিন সকালে স্থানীয় শাওয়ালদহ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রিন্ট