রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ২০২১-২০২২ অর্থবছরে খামার যান্ত্রিকীকরণ প্রকল্পে ভর্তুকির আওতায় কৃষকের মাঝে ১৪টি সিডার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার ৮ জুন দুপুর ১২টার দিকে পাংশা উপজেলা পরিষদ চত্বরে সিডার মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী।
অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস ও রোকেয়া খাতুন, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান প্রামানিক প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ।
অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, সমবায় কর্মকর্তা এস.এম কামরুন্নাহার, সাংবাদিক মো. মোক্তার হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মোহাম্মাদ আলী বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। বিভিন্ন ফসল উৎপাদন ও বিপণনে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর জীবিকার জন্য কৃষির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
আরও পড়ুনঃ খাদ্যের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে ‘কাউন’
কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ বলেন, বর্তমান কৃষকবান্ধব সরকার কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও লাভজনক করতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কৃষির বর্তমান শ্রমিক সংকট নিরসনের জন্য যান্ত্রিকীকরণের বিকল্প নেই। যথাযথ নিয়মে খামার যান্ত্রিকীকরণ প্রকল্প বাস্তবায়নের গুরুত্বারোপ করেন তিনি। এ পর্যায়ে কৃষকের মাঝে ১৪টি সিডার মেশিন বিতরণের তথ্য উল্লেখ করেন কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ। প্রকল্পের সুবিধাভোগী কৃষকরা ভর্তুকির আওতায় সিডার মেশিন পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
প্রিন্ট