কুষ্টিয়ার খোকসায় জনশুমারি ও গৃহগণনা উপলক্ষে উপজেলায় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত। বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয় খোকসা এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার রিপন বিশ্বাস এর সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক আব্দুল আলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ ইসাহাক আলী।
আরো উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ সম্পদ কর্মকর্তা শাহানা বেগম, উপজেলা কৃষি অফিসার সবুজ কুমার সাহা, পরিসংখ্যান অফিসার ইউসিসি শাহজাহান আলী, জোনাল অফিসার উম্মে কুলসুম, আব্দুল জলিল, আক্তার হোসেন, সদর উদ্দিন, সালমা খাতুন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, খোকসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, কমিটির সদস্যগন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার রিপন বিশ্বাস বলেন জনশুমারি ও গৃহগণনা একটি সরকারের গুরুত্বপূর্ণ কাজ এই শুমারি তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করে থাকে, তাই এই কাজে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব। তিনি এই কাজ সুস্থ সুন্দর ও সফলভাবে করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। আগামী ১৫ জুন হতে ১৯ জুন শুমারি কাজ অনুষ্ঠিত হবে।
প্রিন্ট