কুষ্টিয়ার ভেড়ামারায় শ্যামলী পরিবহনের সাথে ক্রেন গাড়ির (ট্রাকের সাথে সংযুক্ত) মুখোমুখি সংঘর্ষে মো. শাহাবুদ্দিন (২৩) নামে এক শ্যামলী পরিবহনের যাত্রী নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে ভেড়ামারা উপজেলার দশ মাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. শাহাবুদ্দিন মেহেরপুর জেলার গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান জানান, রাতে কুষ্টিয়া হতে ঢাকাগামী শ্যামলী পরিবহন (শ্যামলী এন আর ট্রাভেলস কোচ নাম্বার ঢাকা মেট্রো ব- ১৪- ৫৭৫৩) দশ মাইল আনিসের ইটভাটার সামনের বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে থাকা এস্কেভেটর সাথে ধাক্কা লাগে।
এসময় শ্যামলী পরিবহনের যাত্রী গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
প্রিন্ট