ফরিদপুরে সালমা শাহনওয়াজ পারভীন নামে এক নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে। ওই চিকিৎসক ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত।
ওই নারী চিকিৎসককে হুমকি ও শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় আজ রবিবার (১৭ এপ্রিল) প্রতিবাদ করেছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতি।
জানা যায়, শনিবার (১৬ এপ্রিল) বিকালে সালমা নামের ওই নারী চিকিৎসককে শহরের একটি প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে ঢুকে স্থানীয় কিছু দুর্বৃত্তরা তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। এসময় তাকে হুঁমকিসহ বিভিন্নভাবে অপমানও করেন। এঘটনার পর থেকে ফরিদপুরের কর্মরত চিকিৎসকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এব্যাপারে লাঞ্ছিত হওয়া চিকিৎসক ডা. সালমা শাহনওয়াজ পারভীন বলেন, আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করি। মানুষকে ভালোবেসে ও আন্তরিকতার সাথে সেবা দিয়ে থাকি। কিন্তু, আমার উপর এ আঘাত মনোবল অনেকটা ভেঙে দিয়েছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের বিচার চাই। যাতে কেউ এরকম অপরাধ করতে আর সাহস না পায়।
এঘটনায় ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. রতন কুমার সাহা বলেন, একজন নারী চিকিৎসকের ওপর ন্যাক্করজনক শারীরিকভাবে নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি; সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি।
এই চিকিৎসক নেতা বলেন, আমরা বিচার চেয়ে স্বাচিপ (স্বাধীনতা চিকিৎসক পরিষদ), স্বাস্থ্যের ডিজিসহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।
তিনি আরো বলেন, এ বিষয়ে আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি আজ সন্ধ্যায় মামলাটি থানায় দায়ের করা হবে।
এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল বলেন, এব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রিন্ট