রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১৭ এপ্রিল) যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পার্ঘ অর্পণ, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জালাল উদ্দিন বিশ্বাস, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন, পাংশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ওসমান গনী ও মুক্তিযোদ্ধা ফজলুল হক খান প্রমূখ বক্তব্য রাখেন।
উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস। বক্তাগণ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।
আরও পড়ুনঃ সদরপুরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রিন্ট