বিপুল উৎসাহ, উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার ভেড়ামারায় পহেলা বৈশাখ উদযাপন ও ১৪২৯ বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকালে ভেড়ামারা উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে করেন আবার উপজেলা চত্বরে এসে। অনুষ্ঠিত শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার নির্বাহী অফিসার দীনেশ সরকার।
শোভাযাত্রায় উপজেলা পরিষদেও চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু। কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল আলমি স্বপন। সহকারী পুলিশ সুপার,বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।
আরও পড়ুনঃ সদরপুরে ৬৮ পিচ ইয়াবাসহ একজন আটক
মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলার অডিটোরিয়াম হলরুমে সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গøানি ভুলে গিয়ে আমাদের সামনের দিকে এগুতে হবে।
তিনি বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরো সুসংহত করবে।
প্রিন্ট