রাজবাড়ী জেলা প্রশাসন ও পাংশা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পাংশা উপজেলার বিভিন্ন ইউপিতে দ্বিতীয় পর্বে সিসিবির পণ্য বিতরণ চলছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার মাছপাড়া ইউপিতে দ্বিতীয় পর্বে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে মাছপাড়া কলেজ মাঠে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মাছপাড়া ইউপির চেয়ারম্যান ও পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)।
এ সময় টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম (শাহজাহান মিয়া), সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা খোন্দকার সেলিম হোসেন রোনোসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
টিসিবির ডিলার মো. সিরাজুল ইসলাম জানান, সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত মাছপাড়া ইউপির সুবিধাভোগী ১হাজার ৫৪৪জন ব্যক্তির মাঝে নির্দিষ্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকার নির্ধারিত মূল্য ৫৬০ টাকা করে জমা নিয়ে প্রত্যেকের ২ কেজি ছোলা, ২ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। তিনি বলেন, রাজবাড়ী জেলা ও পাংশা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে শান্তিপূর্ণ পরিবেশে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রম চলছে।
প্রিন্ট