ঢাকা , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে – জেলা প্রশাসক Logo নাটোরের চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিস্কুট, শরবত, বিতারন করছেন পরিবেশ কর্মীরা Logo কালুখালীতে অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo বাওড়ে গোসলে নেমে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার Logo নাগরপুরের দুই সাংবাদিক বিএমএসএস এর কেন্দ্রীয় দায়িত্বে Logo কুমারখালীর সেই ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত করলো বন বিভাগ Logo খোকসায় উপজেলা ক্যাম্পাসে বন বিভাগের গেট ভেঙ্গে চাপা পড়ে শিশুর মৃত্যু Logo দৌলতপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ ডিবি পুলিশের হাতে আটক ২ Logo সোনামসজিদ স্থলবন্দরে হিট স্ট্রোকে ট্রাফিক পরিদর্শকের মৃত্যু Logo দৌলতপুরে নারী চিকিৎসককে হয়রানি করে কারাগারে যুবক
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

যে স্কুলে সবাই কৃষক- কৃষাণী 

২৫ জন কৃষক-কৃষানীর স্কুল। সপ্তা‌হে এক‌দিন বসেন তারা। শেখেন চাষাবাদের আধু‌নিক প্রযু‌ক্তি  ও নিরাপদ ফসল উৎপাদনেন কৌশল। কৃষক-কৃষাণী নিয়ে গড়ে তোলা এই স্কুলের কৃষকদের ব‌্যবহা‌রিক শিক্ষা প্রদানের মাধ‌্যমে দক্ষ করে গড়ে তুলতে পাঠদান করান দুইজন অ‌ভিজ্ঞ প্রশিক্ষক।
বিভিন্ন  কৌশলের  মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় চাটমোহর উপ‌জেলায় ৭ টি স্কুলে  ১৭৫ জন কৃষক-কৃষাণী শিক্ষা নিচ্ছেন  নতুন প্রযু‌ক্তি গ্রহনের মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদনের পদ্ধ‌তি।
আর সেখান থেকে শিক্ষা নিয়ে বসতবা‌ড়িতেই সব‌জি চাষ সহ বা‌নি‌জ্যিক কৃ‌ষি‌ প‌রিবর্তন।
প্রশি‌ক্ষিত কৃষকরা তাদের আশপাশের  কৃষকদের  তাদের অ‌র্জিত জ্ঞান বি‌নিময়ের মাধ‌্যমে বিষমুক্ত ফসল ফলা‌ সহায়ক ভূ‌মিকা রাখবে মনে করছেন উপজেলা কৃ‌ষি অ‌ফিস।
সোমবার চাটমোহর উপজেলার  গুনাইগাছা ইউ‌নিয়নের রামচন্দ্রপুরে সরেজমিনে এলাকায় গিয়ে দেখা মিললো কৃষক মাঠ স্কুলের । ছায়াঘেরা বাগানে প‌লি‌থিন শীট বি‌ছিয়ে বসে লিচু ঝরে যাওয়া ও প্রতিকার বিষয়ে শিখছেন কৃষক-কৃষাণীরা। স্কুলের শিক্ষার্থীদের মত তাদেরও রয়েছে প্রকল্প থেকে সরবরাহকৃত খাতা-কলম। কৃষকরা তাতে লিখে রাখেন প্রতি‌দিনের পাঠ‌্য।
 কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান জানান,প্রকল্প থেকে টিও‌টি (‌বিশেষ প্রশিক্ষণ) করে তি‌নি কৃষক মাঠ স্কুল প‌রিচালনা করছেন। চল‌তি অর্থবছরে উপজেলায় ৭ টি আই‌পিএম কৃষক মাঠ স্কুল প‌রিচা‌লিত হচ্ছে। ধান, সব‌জি, ভুট্রা ও ফলের স্কুল গুলোতে কৃষকদের কীটনাশক ব‌্যবহার না ক‌রে প‌রিবেশ বান্ধব উপায়ে  ফসল উৎপাদনের শিক্ষা দেওয়া হয়।
স্কুলের শিক্ষার্থী কৃষক সি‌দ্দিকুর রহমান বলেন, আমরা প্রচ‌লিত পদ্ধ‌তিতে চাষাবাদ করতাম। না বুঝে যখন তখন জ‌মিতে বিষ ছিটাতাম। এতে খরচ বাড়ে। স্কুল থেকে জান‌ছি প‌রিবেশও দূ‌ষিত হয়।
নিরাপদ উপায়ে সব‌জি চাষকারী ভাদড়া গ্রামের কৃষক আব্দুল হা‌মিদ জানান, তারা এখন উপকারী ও ক্ষ‌তিকর পোকা চিনেন। ফলে বিবেচনা করে কীটনাশক ছিটান।
চাটমোহর উপজেলা কৃ‌ষি কর্মকর্তা  এ এ মাসুম বিল্লাহ বলেন, দেশের মানুষের খাদ‌্য নিরাপত্তা নি‌শ্চিত হয়েছে । এখন নিরাপদ খাদ‌্য উৎপা‌দনের বিষয় নিয়ে ভাবার সময় এসেছে। এ ধরনের স্কুল কৃষকদের সচেতনতা বাড়াতে ভূ‌মিকা রাখবে বলে মনে করেন এই  কৃ‌ষি কর্মকর্তা।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধুখালীর ডুমাইন চেয়ারম্যান-মেম্বারকে ধরিয়ে দিলে পুরস্কার দেয়া হবে – জেলা প্রশাসক

error: Content is protected !!

যে স্কুলে সবাই কৃষক- কৃষাণী 

আপডেট টাইম : ১০:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২
২৫ জন কৃষক-কৃষানীর স্কুল। সপ্তা‌হে এক‌দিন বসেন তারা। শেখেন চাষাবাদের আধু‌নিক প্রযু‌ক্তি  ও নিরাপদ ফসল উৎপাদনেন কৌশল। কৃষক-কৃষাণী নিয়ে গড়ে তোলা এই স্কুলের কৃষকদের ব‌্যবহা‌রিক শিক্ষা প্রদানের মাধ‌্যমে দক্ষ করে গড়ে তুলতে পাঠদান করান দুইজন অ‌ভিজ্ঞ প্রশিক্ষক।
বিভিন্ন  কৌশলের  মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় চাটমোহর উপ‌জেলায় ৭ টি স্কুলে  ১৭৫ জন কৃষক-কৃষাণী শিক্ষা নিচ্ছেন  নতুন প্রযু‌ক্তি গ্রহনের মাধ‌্যমে নিরাপদ ফসল উৎপাদনের পদ্ধ‌তি।
আর সেখান থেকে শিক্ষা নিয়ে বসতবা‌ড়িতেই সব‌জি চাষ সহ বা‌নি‌জ্যিক কৃ‌ষি‌ প‌রিবর্তন।
প্রশি‌ক্ষিত কৃষকরা তাদের আশপাশের  কৃষকদের  তাদের অ‌র্জিত জ্ঞান বি‌নিময়ের মাধ‌্যমে বিষমুক্ত ফসল ফলা‌ সহায়ক ভূ‌মিকা রাখবে মনে করছেন উপজেলা কৃ‌ষি অ‌ফিস।
সোমবার চাটমোহর উপজেলার  গুনাইগাছা ইউ‌নিয়নের রামচন্দ্রপুরে সরেজমিনে এলাকায় গিয়ে দেখা মিললো কৃষক মাঠ স্কুলের । ছায়াঘেরা বাগানে প‌লি‌থিন শীট বি‌ছিয়ে বসে লিচু ঝরে যাওয়া ও প্রতিকার বিষয়ে শিখছেন কৃষক-কৃষাণীরা। স্কুলের শিক্ষার্থীদের মত তাদেরও রয়েছে প্রকল্প থেকে সরবরাহকৃত খাতা-কলম। কৃষকরা তাতে লিখে রাখেন প্রতি‌দিনের পাঠ‌্য।
 কৃষক মাঠ স্কুলের প্রশিক্ষক উপ-সহকারী কৃ‌ষি কর্মকর্তা সাইদুর রহমান জানান,প্রকল্প থেকে টিও‌টি (‌বিশেষ প্রশিক্ষণ) করে তি‌নি কৃষক মাঠ স্কুল প‌রিচালনা করছেন। চল‌তি অর্থবছরে উপজেলায় ৭ টি আই‌পিএম কৃষক মাঠ স্কুল প‌রিচা‌লিত হচ্ছে। ধান, সব‌জি, ভুট্রা ও ফলের স্কুল গুলোতে কৃষকদের কীটনাশক ব‌্যবহার না ক‌রে প‌রিবেশ বান্ধব উপায়ে  ফসল উৎপাদনের শিক্ষা দেওয়া হয়।
স্কুলের শিক্ষার্থী কৃষক সি‌দ্দিকুর রহমান বলেন, আমরা প্রচ‌লিত পদ্ধ‌তিতে চাষাবাদ করতাম। না বুঝে যখন তখন জ‌মিতে বিষ ছিটাতাম। এতে খরচ বাড়ে। স্কুল থেকে জান‌ছি প‌রিবেশও দূ‌ষিত হয়।
নিরাপদ উপায়ে সব‌জি চাষকারী ভাদড়া গ্রামের কৃষক আব্দুল হা‌মিদ জানান, তারা এখন উপকারী ও ক্ষ‌তিকর পোকা চিনেন। ফলে বিবেচনা করে কীটনাশক ছিটান।
চাটমোহর উপজেলা কৃ‌ষি কর্মকর্তা  এ এ মাসুম বিল্লাহ বলেন, দেশের মানুষের খাদ‌্য নিরাপত্তা নি‌শ্চিত হয়েছে । এখন নিরাপদ খাদ‌্য উৎপা‌দনের বিষয় নিয়ে ভাবার সময় এসেছে। এ ধরনের স্কুল কৃষকদের সচেতনতা বাড়াতে ভূ‌মিকা রাখবে বলে মনে করেন এই  কৃ‌ষি কর্মকর্তা।