কুষ্টিয়ার খোকসায় বিশ্ব পানি দিবস ২০২২ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ এপ্রিল) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী।
অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহীনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ পানি দিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এর আগে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।র্যালিটি উপজেলা শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
প্রিন্ট