কুষ্টিয়ার খোকসায় মোড়াগাছা ভাটাপাড়ায় ভেজাল আখের গুড় তৈরির কারখানায় রাতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী। এসময় বিপুল পরিমাণ ভেজাল পাটালি গুড়সহ গুড় তৈরির সরঞ্জাম নষ্ট করা হয়েছে।
১ এপ্রিল শুক্রবার রাত ৮ টা ৪০ মিনিটে কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের পাশের এলাকায় ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে কারখানার মালিক শরিফুল ইসলামকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা কালে উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) মোঃ ইসাহাক আলী বলেন এই কারখানা মালিক পঁচা গুড়, ফিটকিরি, চিনি, রঙ ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করে ভেজাল গুড় তৈরি ও বাজারজাত করে আসছিল।
এই গুড় খেলে মানুষের মারাত্মক রোগসহ নানা ধরনের শারীরিক ক্ষতি হতে পারে। ২০ হাজার টাকা জরিমানা ও কারখানাটিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, খোকসা ফায়ার সার্ভিসের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

প্রিন্ট