বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন- উৎপাদনমুখী সমিতি করি, উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয় কে সামনে নিয়ে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত করা হয়।
মঙ্গলবার ২৯ মার্চ সকাল ১০ টার সময় উপজেলা সমবায় কার্যালয় মাগুরা সদর এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
আরও পড়ুনঃ কোটচাঁদপুর সড়কে ঠাকুরগাঁওয়ের যুবক নিহত
প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা নিবাহী অফিসার ইয়াছিন কবীর, উপজেলা সমবায় অফিসার মাগুরা সদর বাবু বিরাজ মোহন কুন্ডু, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, জেলা সমবায় প্রশিক্ষক রহিমা খাতুন, উপজেলা মৎস্য অফিসার মো. শরীফ হাসান সোহাগ, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক জাফর ইকবাল।
প্রশিক্ষণে অতিথি বক্তাগণ বলেন, সমবায় সংগঠনের প্রতিজন সমবায়ী সদস্য উৎপাদনমুখী সমিতির মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টি করে বাংলাদেশের উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহণ করবে। প্রশিক্ষণে ৫০ জন সমবায়ী সদস্য অংশ গ্রহণ করে ছিলো।
প্রিন্ট