রাজবাড়ী জেলার পাংশা সরকারি কলেজে মঙ্গলবার (১৫ মার্চ) সকালে বার্ষিক অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর হোসনেয়ারা খাতুন কলেজের ছাত্র ও ছাত্রীদের পৃথক কমনরুমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।
অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক কে.এম বিল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক এ.কে.এম শরিফুল মোরশেদ রনজু বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন কলেজ শিক্ষক পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন।
অনুষ্ঠানে কলেজ শিক্ষক পরিষদের কোষাধ্যক্ষ মোঃ তৈয়েবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক মো. মনজুরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান মো. সহিদুর রহমান, ক্রীড়া শিক্ষক মোহাম্মদ আবু সায়েম প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রিন্ট