কুষ্টিয়ার খোকসায় বিশ্ব সমাজকর্ম দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসাহাক আলী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী। অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বাবুল আখতার, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান পুনম, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদিউজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আরিফুল আলম তসর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান, খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীন প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীগন অনুপস্থিত ছিলেন। বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট