ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন।

কুষ্টিয়ায় সেলফি তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলো স্কুলছাত্র

মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে কুমারখালী কয়া রেলওয়ে ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম ছামি হোসেন (১৪)। সে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে গড়াই নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেন।

ছামির চাচা আরিফুল জানান, বিকেলে কয়া রেলওয়ে ব্রিজের উপর চার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে তুহিন (১৪) রিপন শেখের ছেলে বাধন (১৩) ও আলমগীর হোসেনের ছেলে রাজ্জাক (১৫) মোবাইলে সেলফি তোলার সময় হটাৎ করেই ট্রেন চলে আসে। এসময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়।

পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টাব্যাপী ছামির খোঁজ করেও ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে গড়াই নদী থেকে মৃত অবস্থায় ছামিকে উদ্ধার করে।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক বখতিয়ার উদ্দিন  জানান, ব্রিজ থেকে ছেলেটি নদীর যে স্থানে পড়ে সেখানে পানি অনেক গভীর হওয়ার কারণে মরদেহ উদ্ধারে সময় লেগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খুলনা থেকে আসা ডুবুরি দল এসে শুক্রবার রাত ১০টার দিকে গড়াই নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে।


প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় কুষ্টিয়ার সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

error: Content is protected !!

কুষ্টিয়ায় সেলফি তুলতে গিয়ে লাশ হয়ে ফিরলো স্কুলছাত্র

আপডেট টাইম : ০৯:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ :
মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নদীতে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে কুমারখালী কয়া রেলওয়ে ব্রিজের উপরে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম ছামি হোসেন (১৪)। সে কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের এলঙ্গীপাড়া গ্রামের হারুনের ছেলে এবং স্থানীয় এমএন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলো।

খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে কয়েক ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে গড়াই নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেন।

ছামির চাচা আরিফুল জানান, বিকেলে কয়া রেলওয়ে ব্রিজের উপর চার বন্ধু একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে তুহিন (১৪) রিপন শেখের ছেলে বাধন (১৩) ও আলমগীর হোসেনের ছেলে রাজ্জাক (১৫) মোবাইলে সেলফি তোলার সময় হটাৎ করেই ট্রেন চলে আসে। এসময় ছামি ট্রেনের ধাক্কায় গড়াই নদীতে পড়ে যায়।

পরবর্তীতে কুমারখালী থানায় খবর দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টাব্যাপী ছামির খোঁজ করেও ব্যর্থ হয়। পরে খুলনা থেকে ডুবুরি দল এসে কয়েক ঘণ্টা চেষ্টার পর রাত ১০টার দিকে গড়াই নদী থেকে মৃত অবস্থায় ছামিকে উদ্ধার করে।

কুমারখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক বখতিয়ার উদ্দিন  জানান, ব্রিজ থেকে ছেলেটি নদীর যে স্থানে পড়ে সেখানে পানি অনেক গভীর হওয়ার কারণে মরদেহ উদ্ধারে সময় লেগেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, খুলনা থেকে আসা ডুবুরি দল এসে শুক্রবার রাত ১০টার দিকে গড়াই নদী থেকে ওই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে।


প্রিন্ট