কুষ্টিয়ার খোকসায় ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে খোকসা সরকারি কলেজের উপজেলা অডিটরিয়ামে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ ইসহাক আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান। উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাম্মী আক্তার যূথী প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুবিনা আক্তার। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। বক্তাগণ নারীর অধিকারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।
প্রিন্ট